• আজ: 29 ডিসেম্বর, 2024

সম্পর্কিত

শব্দ গুলো দেখে সকলেই অবাক হয়েছে, এটা বলা বাহুল্য। অনেকেই ভাবছেন, এ সব শব্দের বেশিরভাগটাই নিজে থেকে বানানো। তবে সত্যটা হলো, এর একটাও বানানো নয়। সব গুলোই বাংলা ভাষার অংশ। উৎপত্তি অনুসারে বাংলাভাষার যে শ্রেনীবিভাগ রয়েছে, সেই পাঁচটি শ্রেনী বিভাগের ফলেই জন্ম নিয়েছে এই সকল শব্দ, যার অনেকগুলোই আপনি আপনার এই পর্যন্ত জীবনে একবারও শোনেননি।

এখানে বেছে বেছে বানান ও গঠনের দিক থেকে ব্যবহার করতে কঠিন, এমন কিছু শব্দ বাছাই করা হয়েছে। এটি একই সাথে আপনার ব্যবহৃত ফন্ট কতোটা নিঁখুত এবং আপনার ষ্ট্যাইলিং কতোটুকু সঠিক হয়েছে, নির্ধারন করতে সহায়তা করবে।

কৃতজ্ঞতা স্বীকার

  • অভ্র টিমঃ যাদের জন্য বাংলা আজ সবার কাছে
  • সারিম খানঃ অসম্ভব কে সম্ভব করার খারাপ গুণ আছে এই ব্যাক্তিটির
  • প্রলয় হাসানঃ কম্পিউটার এর এক কোনায় ফেলে রাখা আইডিয়াটা বাস্তবে নিয়ে আসার পেছনে অনুপ্রেরণার জন্য
  • এবং তাদের প্রতি, যারা বাংলা ভাষাকে সকলের কাছে পৌছে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলা লিখছেন, অন্যকে লিখতে উৎসাহিত করছেন।